বিসমিল্লাহির রাহমানির রাহিম
ব্যতিক্রমী ও উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস www.ebdbazar.com-এ আপনাকে স্বাগতম।
ebdbazar.com এর পথচলা শুরু ২০২২ সালের জুনে। সহজে ভোক্তাদের কাছে উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য পৌছে দেয়া এবং বিশ্ব বাজারে দেশীয় পণ্যকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যাত্রা শুরু করেছি।
ebdbazar.com এর সঙ্গে রয়েছেন লেখক-সাংবাদিক, গবেষক সেইসঙ্গে একদল কর্মউদ্যমী তারুণ্য, নারী উদ্যোক্তা এবং দক্ষ কর্মীবাহিনী।
লক্ষ্য-উদ্দ্যেশ্য : দেশের ই-কমার্স ব্যবসা ধীরে ধীরে শক্ত জায়গা করে নিচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি মার্কেটপ্লেস বিপুল জনপ্রিয়তা ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তবে এ ক্ষেত্রে ই-বিডিবাজার (ebdbazar) একেবারেই প্রচলিত মার্কেটিং ধারার বাইরে। প্রতিষ্ঠানটি দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা নারী উদ্যোক্তাদের জন্য একটি ব্যতিক্রমী ও উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস। যদিও পুরুষ উদ্যোক্তারাও সমান সুযোগ-সুবিধা পাবেন।
দেশের ৬৪ জেলার প্রান্তিক অঞ্চলের পণ্যের সমাহার মিলবে একটি প্ল্যাটফর্মে। দেশের যে কোনো প্রান্তে বসে শৌখিন পণ্য পেয়ে যাবেন নিমিষেই। এ রকম কি আদৌ ভাবা যায়? যদি বলি হ্যাঁ, অবশ্যই ভাবা যায়। ঠিক এমনই একটি ই-কমার্স প্ল্যাটফর্মের নাম ebdbazar.com, যা আপনার ভাবনাকেই পালটে দেবে।
এ প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো, উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বী ও সমৃদ্ধি। বেসরকারিভাবে উদ্যোক্তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে তৈরি হয়েছে ebdbazar.com নামের এই ই-কমার্স মার্কেটপ্লেস। যেখানে উদ্যোক্তারা তাদের তৈরি করা পণ্য খুব সহজে গ্রাহকের হাতে তুলে দিতে পারবেন। তবে এর জন্য উদ্যোক্তাদের কাছ থেকে কোন ধরনের সার্ভিস চার্জ দেয়া লাগবে না। তাছাড়া উদ্যোক্তাদের পণ্য সরাসরি বিদেশে রফতানি করার সুযোগ তো থাকছেই।
আমাদের দেশে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, এমন অনেক এফ-কমার্স ও ছোট ছোট ই-কমার্স সাইট থাকলেও বড় পরিসরে উদ্যোক্তাদের জন্য বিশেষ করে নারীদের জন্য বেসরকারি উদ্যোগ, এটাই প্রথম। দেশের নারীদের কাছে ই-কমার্স সুবিধা পৌঁছে দিতেই চাঁদনী আক্তারসহ (জেসমিন খান চাঁদনী) কয়েকজনের যৌথ প্রচেষ্টায় আজরিফ ফ্যাশন গ্যালারী কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের অনন্য প্রয়াস ebdbazar.com।
আমরা যারা স্মার্টফোন ব্যবহার করতে পারি, তারা হয়তো পণ্য বিক্রি করতে পারছি মাত্র একটা পেজ খুলে, কিন্তু গ্রামে অনেক মানুষ আছে যারা খুব সুন্দর হাতের কাজ জানেন। কিন্তু তারা আধুনিক নয়, অনেকে স্মার্টফোনও ব্যবহার করেন না। দেশের অনেক নামিদামি ব্র্যান্ড আছে, যারা এসব দেশীয় পণ্য নিয়ে কাজ করে তারা ওইসব প্রত্যন্ত অঞ্চল থেকে সে পণ্য সংগ্রহ করে নিজেদের নামে বিক্রি করছে। নারী উদ্যোক্তাদের জন্য ই-বিডিবাজার ডটকমের (ebdbazar.com) মাধ্যমে তারা তাদের নিজের কাজের যথাযথ মূল্যায়ন পাবে। সেই লক্ষ্যেই ই-বিডিবাজার ডটকমের যাত্রা।
আমরা প্রতিনিয়ত শিক্ষিত, স্বল্পশিক্ষিত ও সুবিধাবঞ্চিত উদ্যোক্তাদের ফ্রি টেইলারিং কর্মসূচিসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি কাউন্সেলিংয়ের ব্যবস্থা করছি। যদিও মফস্বলের অনেক উদ্যোক্তার হাতে এখন পর্যন্ত স্মার্টফোন ততটা সহজলভ্য নয়। সেক্ষেত্রে আমরা তাদের পণ্য ছবি তুলে ও উদ্যোক্তার সাক্ষাৎকার ভিডিও ধারণ করে আমাদের পেইজ এবং ই-কমার্স সাইটে দিয়ে বিক্রয়ের ব্যবস্থা করছি। সার্বিকভাবে তাদের সাহায্য করাই আমাদের মূল লক্ষ্য।
আমরা যারা ঘরে বসে কাজ করি বা অনলাইনে ব্যবসা করি, শুধু মানসম্মত ছবি তুলে পোস্ট করে সহজেই বিক্রেতা পর্যন্ত পৌঁছানো সম্ভব। গ্রামের মানুষ অনলাইন বিজনেস সম্পর্কে অনেকেই জানেন না। ই-বিডিবাজার (ebdbazar.com) ভালো কাজ করে নিয়মিত ট্রেনিংয়ের ব্যবস্থা করে গ্রামের নারী উদ্যোক্তাদের আশার আলো দেখাবে, ইনশাল্লাহ।
ই-কমার্স মার্কেটপ্লেসগুলোর মতো ই-বিডিবাজার ডটকমেও(ebdbazar.com) রয়েছে পণ্যের আলাদা বিভাগ। যেমন- কুটির শিল্প, স্বাস্থ্য ও সুন্দর্য, গৃহসজ্জা সরঞ্জাম, মুদিসামগ্রী, বাচ্চাদের খেলনা-সামগ্রী, ছেলে-মেয়েদের ফ্যাশন, অর্গানিক পণ্য, লাইফস্টাইল ও অন্যান্য। জেলাভিত্তিক পণ্য ক্রয় করার জন্য রয়েছে আলাদা অপশন।
ই-বিডিবাজার ডটকমে (ebdbazar.com) ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলা থেকে ২০ হাজার নারী উদ্যোক্তাকে সম্পৃক্ত করবার জন্য তালিকাভুক্ত হয়েছেন। এ ছাড়াও পণ্য ক্রেতার কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে ই-বিডিবাজার দেশসেরা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে।
ই-বিডিবাজার (ebdbazar.com)-এর সদস্য হওয়ার আগে আপনাকে অবশ্যই এই ইউজার অ্যাগ্রিমেন্ট এবং গোপনীয়তা নীতিতে থাকা সমস্ত শর্তাবলী পড়তে হবে, সম্মত হতে হবে এবং মেনে নিতে হবে। আমরা দৃঢ়ভাবে সুপারিশ করছি যে, আপনি এই ব্যবহারকারী চুক্তিটি পড়ার সাথে সাথে, আপনি এই নথিতে উল্লেখ করা অন্যান্য পৃষ্ঠা এবং ওয়েবসাইটগুলিতে থাকা তথ্যগুলিও অ্যাক্সেস করবেন। কারণ এতে ই-বিডিবাজার (ebdbazar.com) ব্যবহারকারী হিসাবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য আরও শর্তাবলী থাকতে পারে। অনুগ্রহ করে মনে রাখবেন: এই ইউজার অ্যাগ্রিমেন্ট গ্রহণ করার মাধ্যমে, আপনি সম্মত হন যে আপনি ই-বিডিবাজার (ebdbazar.com) ব্যবহারকারী চুক্তি এবং গোপনীয়তা নীতি দ্বারা নিয়ন্ত্রিত হবে।
সদস্য হওয়ার যোগ্যতা :
আমাদের পরিষেবাগুলি শুধু তাদের জন্য উপলব্ধ, এবং শুধুমাত্র সেই ব্যক্তিদের দ্বারা ব্যবহার করা যেতে পারে যারা প্রযোজ্য আইনের অধীনে আইনিভাবে বাধ্যতামূলক চুক্তি গঠন করতে পারে। পূর্বোক্ত সীমাবদ্ধ না করে, আমাদের পরিষেবাগুলি শিশুদের (১৮ বছরের কম বয়সী ব্যক্তি) বা অস্থায়ীভাবে বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইবিডিবাজার সদস্যদের জন্য উপলব্ধ নয়।
আপনি যদি ১৮ বছরের কম বয়সী হন তবে আপনি শুধু আপনার পিতামাতা বা অভিভাবকদের সাথে এবং তাদের তত্ত্বাবধানে এই পরিষেবাটি ব্যবহার করতে পারেন৷ আপনি যোগ্য না হলে, আমাদের সাইট ব্যবহার করবেন না দয়া করে. উপরন্তু, আপনার ই-বিডিবাজার (ebdbazar.com) অ্যাকাউন্ট এবং ই-বিডিবাজার আইডি অন্য কোনো পক্ষের কাছে স্থানান্তর বা বিক্রি করা যাবে না। আপনি যদি একটি ব্যবসায়িক সত্তা হিসাবে নিবন্ধন করেন, তাহলে আপনি প্রতিনিধিত্ব করেন যে এই চুক্তিতে সত্তাকে আবদ্ধ করার ক্ষমতা আপনার আছে৷
ফি এবং পরিষেবা :
ই-বিডিবাজারে (ebdbazar.com) সদস্য হতে এবং পরিসেবাগুলো পাওয়ার জন্য, বিক্রয়ের জন্য আইটেম তালিকাভুক্ত করার জন্য কোনো ফি চার্জ আমরা নিই না। তবে সেলারদের পণ্য বিক্রয়ের জন্য সম্মানিত সেলারদের সাথে আমরা একটা কর্পোরেট চুক্তিতে আবদ্ধ হই। যেখানে আপনারা ই-বিডিবাজারের (ebdbazar.com) জন্য প্রত্যেকটি প্রোডাক্টে বা বিক্রয়ের উপর শতাংশ হারে একটা কমিশন নির্ধারণ করে দেবেন।
কখনো কোনো কারণে ফি নেয়ার ঘোষণা দেবে ই-বিডিবাজার (ebdbazar.com) তখন আপনার কাছে যে ফি নেওয়া হবে, তা পর্যালোচনা করার এবং গ্রহণ করার সুযোগ আপনার রয়েছে বা থাকবে। আমরা আমাদের ই-বিডিবাজার (ebdbazar.com) স্টোর চালানোর জন্য কর্পোরেট ক্লায়েন্টদের পরিবর্তন করি, যা লিখিতভাবে আচ্ছাদিত এবং স্টোর মালিক এবং ই-বিডিবাজার দ্বারা স্বাক্ষরিত। আপনি আমাদের পরিষেবা এবং সাইট এবং সমস্ত প্রযোজ্য ট্যাক্স ব্যবহার করার সাথে সম্পর্কিত সমস্ত ফি প্রদানের জন্য দায়ী।
সেলারদের পণ্য কিভাবে কাস্টমারের কাছে যাবে?
ক. অর্ডারকৃত পণ্য সেলাররা সরাসরি ইবিডিবাজারের অফিসে পাঠিয়ে দিবেন! সেক্ষেত্রে ই-বিডিবাজার (ebdbazar.com) কর্তৃপক্ষ সেলারদের সাপ্তাহিক পেমেন্ট দেবেন।
খ. ই-বিডিবাজারের কাস্টমারদের কাছে সরাসরি সেলারগণ পণ্য পাঠিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারিতে। কাস্টমারদের টাকা ক্যাশ করে সাপ্তাহিক কমিশন ই-বিডিবাজারে জমা দেবেন।
গ. কিছু কিছু ক্ষেত্রে সেলারদের কাছ থেকে ই-বিডিবাজার ক্যাশ টাকায় পণ্য কিনে নিয়ে আসবে এবং নিজেরাই ডেলিভারি দেবে।
Welcome to www.ebdbazar.com, an exceptional and entrepreneur-friendly e-commerce marketplace.
ebdbazar.com started its journey in June 2022. We have started our journey with the aim of easily reaching consumers with various products made by entrepreneurs and establishing domestic products as brands in the global market.
ebdbazar.com has writers-journalists, researchers as well as a group of energetic youth, women entrepreneurs and skilled workforce.
Objective: The country's e-commerce business is gradually gaining ground. Several marketplaces have already managed to gain immense popularity and trust. However, in this case, e-bdbazar is completely out of the conventional marketing trend. The organization is an exceptional and entrepreneur-friendly e-commerce marketplace for women entrepreneurs scattered across the country. However, male entrepreneurs will also get equal facilities.
The products of marginal areas of 64 districts of the country will be gathered on one platform. You can get favorite products in any corner of the country. Can this be thought at all? If I say yes, it is definitely conceivable. One such e-commerce platform is ebdbazar.com, which will change your thinking.
The main objective of this platform is economic independence and prosperity of entrepreneurs. This e-commerce marketplace named ebdbazar.com has been created to make private entrepreneurs self-reliant. Where entrepreneurs can hand over their products to customers very easily. However, no service charge will be required from the entrepreneurs for this. Moreover, entrepreneurs have the opportunity to directly export their products abroad.
Although there are many f-commerce and small e-commerce sites working with women entrepreneurs in our country, this is the first private initiative for entrepreneurs on a large scale, especially for women. ebdbazar.com is a unique project implemented by Azrif Fashion Gallery with the joint efforts of Chadni Akter (Jesmin Khan Chadni) to bring e-commerce facilities to the women of the country.
Those of us who can use smartphones may be able to sell products by opening a single page, but there are many people in the village who know very beautiful handicrafts. But they are not modern, many do not even use smartphones. There are many famous brands in the country, who are working with these local products, they are collecting the products from those remote areas and selling them under their own name. Through e-bdbazar.com (ebdbazar.com) for women entrepreneurs they will get proper evaluation of their own work. The journey of ebdbazar.com is for that purpose.
We are constantly providing free tailoring programs to educated, less educated and underprivileged entrepreneurs along with various training programs and counseling. However, smartphones are still not readily available to many entrepreneurs in MoFswal. In that case, we are arranging sales through our page and e-commerce site by photographing their products and recording the entrepreneur's interview video. Our main goal is to help them overall.
For those of us who work from home or do online business, it is possible to reach sellers easily by just taking quality pictures and posting them. Many village people do not know about online business. ebdbazar (ebdbazar.com) will show hope to village women entrepreneurs by doing good work and providing regular training, Inshallah.
Like e-commerce marketplaces, e-bdbazar.com also has separate categories of products. For example, cottage industry, health and beauty, home decor, grocery, children's toys, boys and girls fashion, organic products, lifestyle and others. There are different options for purchasing district wise products.
ebdbazar.com has already registered 20 thousand women entrepreneurs from different upazilas of the country. Apart from this, ebdbazar has the country's best courier service to deliver the product to the buyer at the right time.
Before becoming a member of ebdbazar (ebdbazar.com) you must read, agree and accept all the terms and conditions contained in this User Agreement and Privacy Policy. We strongly recommend that, as you read this User Agreement, you also access the information contained on other pages and websites referred to in this document.
Because it may contain additional terms and conditions applicable to you as a user of ebdbazar.com. Please note: By accepting this User Agreement, you agree to be governed by the ebdbazar.com User Agreement and Privacy Policy.
Membership Eligibility:
Our Services are available only to, and may only be used by, persons who can form legally binding contracts under applicable law. Without limiting the foregoing, our Services are not available to children (persons under the age of 18) or temporarily or indefinitely suspended EBDBazar Members.
If you are under 18 years of age, you may use the Service only with and under the supervision of your parent or guardian. If you are not eligible, please do not use our site. Additionally, your eBdbazar (ebdbazar.com) account and eBdbazar ID may not be transferred or sold to any other party. If you register as a business entity, you represent that you have the authority to bind the entity to this Agreement.
Fees and Services:
We do not charge any fees for listing items for sale, for becoming a member and availing the services of e-Bdbazar (ebdbazar.com). However, we enter into a corporate agreement with the respected sellers for the sale of the seller's products. Where you set a commission for e-bdbazar (ebdbazar.com) as a percentage on each product or sale.
From time to time e-bdbazar (ebdbazar.com) will announce a fee for any reason, and you will have the opportunity to review and accept the fee. We convert corporate clients to run our eBdbazar (ebdbazar.com) store, which is covered in writing and signed by the store owner and eBdbazar. You are responsible for paying all fees associated with using our Services and Site and all applicable taxes.
How will the seller's products go to the customer?
A. Sellers will send the ordered products directly to the office of ebdbazar! In that case e-bdbazar (ebdbazar.com) authority will give weekly payment to the sellers.
B. The sellers will send the products directly to the customers of ebdbazar on cash on delivery. Cash the customers' money and deposit the weekly commission to e-BDBazar.
C. In some cases, e-bdbazar will buy the products from sellers in cash and deliver them themselves.